অক্টোবর ১, ২০২৫ ১:৪২ এএম

নিষেধাজ্ঞার সিদ্ধান্ত স্থগিত না করলে আনবিক সংস্থাকে সহযোগিতা বন্ধের ঘোষণা ইরানের

Oplus_16908288
Oplus_16908288

জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত স্থগিত না করলে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সাথে সব ধরণের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান।

শনিবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

গত শুক্রবার ইরানের উপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নতুন প্রস্তাব গ্রহণ করেনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এর ফলে চলতি মাসের শেষে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে দেশটির ওপর জাতিসংঘের আরোপিত পুরোনো সব নিষেধাজ্ঞা।

অপরদিকে, ইরান কিছু শর্ত মানলে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি তেহরান।

এর আগে, গত মাসে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য কার্যক্রম শুরু করে। তাদের অভিযোগ, তেহরান ২০১৫ সালে বিশ্বশক্তিগুলোর (পি-৫+১) সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির শর্ত মানছে না। ওই চুক্তির মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print