ডিসেম্বর ১৩, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ণ

বগুড়ায় আবারো সেনাবাহিনীর ব্লক রেইড: বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও টাকা উদ্ধার, আটক ৪

বগুড়ায় একের পর এক মাদকের আস্তানায় অভিযান পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনী। শহরের চকসূত্রাপুর কলোনীতে অভিযানের পর মাত্র তিনদিনের ব্যবধানে মাদকের আরও একটি বড় স্পট শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সংলগ্ন রেলওয়ে কলোনিতে ব্লক রেইড করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদর ক্যাম্পের আভিযানিক দল।

রোববার দিবাগত রাত ২ টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ৭ ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে পুরো এলাকা ঘিরে নিয়ে সুইপার কলোনির প্রায় অর্ধশত বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় এক রাউন্ড তাজা গুলি, এক হাজার বোতল দেশীয় চোলাই মদ, প্রায় দুই কেজি গাঁজা, ২৫ টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ দশ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়৷ এছাড়াও অভিযানে এক নারীসহ ৪ চার মাদককারবারীকে আটক করে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন, মিঠুন, শান্ত, সুজন এবং রাজকুমারী যারা প্রত্যেকেই রেলওয়ে কলোনীর বর্তমান বাসিন্দা। ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে মাদকবিরোধী এই অভিযানে সেনাবাহিনীর ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। মাদকের বিরুদ্ধে ধারাবাহিক এই অভিযান চলমান থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print