বগুড়ার নন্দীগ্রামে আচলতা বটতলায় গ্রামীণ মেলা ও ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ জনপদের তিন মাথার মোড়ে উৎসবে মেতেছে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ।
বুধবার ভাটরা ইউনিয়নের আচলতা এলাকায় ঐতিহ্যবাহী এই আয়োজনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। বিভিন্ন অঞ্চলের ২০টির ঘোড়ার দৌড়ে দুইজন পুরস্কৃত হন। চুড়ান্ত পর্যায়ে প্রথম হয় শাজাহানপুর উপজেলার আঙ্গুর হোসেনের ঘোড়া। ধুনট উপজেলার শাহীনের ঘোড়া দ্বিতীয় স্থান অধিকার করে।
ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আল হেলালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর, সাবেক ইউপি চেয়ারম্যান তৌফিকুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সিনেয়র সহ সভাপতি নবীর শেখ, ঘোড়া দৌড় মেলার প্রতিষ্ঠাতা কফিল উদ্দিন প্রমূখ।