ডিসেম্বর ১৩, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ণ

বগুড়ায় তিন হাজারের বেশি প্যাকেট আতশবাজি জব্দ: গ্রেপ্তার ২

Oplus_131072
Oplus_131072

বগুড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন হাজারের বেশি প্যাকেট আতশবাজি (পটকা) এবং তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের ভাটকান্দি দক্ষিণপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- শহরের মালতীনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩৩) এবং ভাটকান্দি দক্ষিণপাড়ার মৃত আকবর আলী প্রামানিকের ছেলে হারুন (২৮)।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আতশবাজি তৈরির বিষয়ে আগে থেকেই আমাদের কাছে তথ্য ছিল। এর ভিত্তিতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বাড়ি থেকে ৩,৫৪০ প্যাকেট আতশবাজি এবং তা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। এগুলোর বাজারমূল্য আনুমানিক ২ লাখ ১২ হাজার ৪০০ টাকা। তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print