ডিসেম্বর ১৩, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ

বগুড়ায় প্রাইভেট কারে মিললো ১০ কেজি গাঁজা; মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর সময় একটি প্রাইভেট কার থেকে এই গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলো, কুড়িগ্রাম জেলার নাগেশ্বর উপজেলার ধনীগগলা হীরারকুটি এলাকার আজগর আলীর ছেলে আব্দুল হামিদ (৪১) ও একই জেলার ফুলবাড়ী উপজেলার কিশামত এলাকার ফখরুল ইসলামের ছেলে হারুনুর রশিদ।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির একটি টিম শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এসময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হলে কারের পেছনে ডালায় রাখা প্লাস্টিকের কাগজে মোড়ানো ২টি প্যাকেটে রাখা ১০ কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও মাদক কারবারি কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান আরো জানান, আসামী আঃ হামিদের বিরুদ্ধে ইত্যোপূর্বে ১টি মাদক মামলাসহ ২টি মামলা আছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print