বগুড়ায় করোনয় আত্রান্ত হয়ে প্রায় ৪ মাস পর করোনায় আক্রান্ত হয়ে শজিমেক হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ১ জনের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা সাহারুল ইসলাম।
গত ২৪ ঘন্টায় জেলায় ৩৯ জনের কোভিড-১৯ পরীক্ষা করে ৬ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমনের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ।
বগুড়ায় বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে শিবগঞ্জ উপজেলার মমতাজ উদ্দিন (৭৫ ) নামের এক ব্যক্তি হাসপাতলে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু হলো ৭০৬ জন।
আরো পড়ুনঃ শাজাহানপুরে কোভিড-১৯ সংক্রমণ রক্ষায় মাস্ক পরিধানে ইউএনও’র আহবান
জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা আরো জানান গত ২৫ ফেব্রুয়ারির পর বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
জেলায় করোনার সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় মানুষকের সচেতন করতে মাঠে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে কোভিড-১৯ এর সংক্রমন প্রতিরোধ কল্পে মাস্ক পরা বাধ্যতামূলক করা ও ৬ দফা নির্দেশনা বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল নাইম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন স্থানের মাস্ক পরার প্রয়োজনীতার সম্পর্কে অবহিত করেন। মাস্ক বিহীন মানষের মধ্যে মাস্ক বিতরণ করেন।