ডিসেম্বর ৩, ২০২৩ ১০:৪৯ পিএম

বগুড়া সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিমুর ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা

বগুড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহ্ মোঃ মেহেদী হাসান হিমুর কার্যালয়ে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।

রবিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে শহরের হাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০ টায় পায়ে হেঁটে  ৪-৫ জন দুর্বৃত্ত হাতে দেশীয় অস্ত্র, লাটি নিয়ে কার্যালয়ের শাটারে এলোপাতাড়ি কোপাতে থাকে। প্রায় আধঘন্টা ধরে তারা কার্যালয়ে হামলা চালায়। তবে কার্যালয় বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি। এসময় রাস্তা দিয়ে চলাচল করা কয়েকটি রিকশা, ইজিবাইক ও প্রাইভেট কারেও হামলা চালায় তারা।

আরো পড়ুনঃ বগুড়ায় খড় বোঝাই নছিমনে আগুন

কাউন্সিলর হিমুর স্ত্রী স্নিগ্ধা হাসান বলেন, ‘রাত সাড়ে ১০ টার দিকে ভাংচুরের শব্দে বাইরে এসে দেখি ৪-৫ জন যুবক রাম দা, লাঠি দিয়ে কার্যালয়ের শাটারে হামলা করছে। এরপর জরুরী পরিসেবা ৯৯৯ এ জানাই, পুলিশ আসার আগেই তারা চলে যায়।’

এবিষয়ে ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান হিমুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি।

এ ঘটনায় বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাহমুদুর রশীদ বলে, ‘৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। আশেপাশের সিসি ক্যামেরায় দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

এনসিএন/বিআর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সম্পর্কিত