ডিসেম্বর ৪, ২০২৪ ১১:০৯ পিএম

বগুড়ায় শনিবার ৩ লাখ ডোজ করোনা টিকা দেয়ার পরিকল্পনা স্বাস্থ্য বিভাগের

আজ শনিবার বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে মানুষের উপচে পড়া ভীড়। ছবি: এন সি এন
আজ শনিবার বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে মানুষের উপচে পড়া ভীড়। ছবি: এন সি এন

সারাদেশের মত বগুড়াতেও গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে শহরের চারমাথা কেন্দ্রিয় বাস টার্মিনালে কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক। সকাল থেকেই টিকাদান কেন্দ্রগুলোতে শিক্ষার্থীসহ নারী পুরুষের ব্যাপক ভীড় দেখা গেছে। ভীড় সামাল দিতে স্বাস্থ্যকর্মীদের নাজেহাল অবস্থা। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউলআজম শনিবার বগুড়া জেলায় লাখ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।জেলার ১২ টি উপজেলায় ১৪ টি স্থায়ী, ৩৬৬ টি অস্থায়ী টি মোবাইল টিম ২৬ ফেব্রুয়ারি কর্মসূচি সফল করতে কাজ করছে। তিনি জানান, স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী কর্মসূচি সফল করতে কাজ করছে।

জেলার সকল ইউনিয়ন এবং পৌরসভার পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে টিকা দেয়া হচ্ছে। সকাল ১০ টায় বগুড়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সহযোগিতায় শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে গণটিকাদান কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেনসদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. সামির হোসেন মিশু। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সুদীপকুমার চক্রবত্তী বিপিএম, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোস্তাফিজুররহমান তুহিন, জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সদরউপজেলা নির্বাহি কর্মকর্তা সমর কুমার পাল উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুলইসলাম, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print