জুলাই ২৭, ২০২৪ ১২:২০ পিএম

মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসান

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সূত্র জানায়, মনোনয়ন পাওয়ার ব্যাপারে আগেই দলের গ্রিন সিগন্যাল পেয়েছিলেন সাকিব।

রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সোয়া ৪টার দিকে নাম ঘোষণা শুরু করেন তিনি। কার্যালয়ের বাইরে তখন নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে মাগুরা-১, মাগুরা-২ আসন ছাড়াও ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের দলীয় আবেদনপত্র নিয়েছিলেন সাবিক আল হাসান। এরপর ২১ নভেম্বর দুপুরের পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে নিজে মনোনয়নপত্র জমা দেন তিনি।

আরো পড়ুনঃ কিশোরগঞ্জ-৬ আসন থেকে নৌকার প্রতীকে আবারো পাপন

২৩ নভেম্বর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন সাকিব আল হাসান। কার্যত তখনই সাকিবের মনোনয়ন অনেকটা নিশ্চিত হয়ে যায়। দলীয় সূত্রগুলো তেমনটাই নিশ্চিত করেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তপশিল ঘোষণা করা হয় গত ১৫ নভেম্বর। এরপর ১৮ নভেম্বর সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ক্ষমতাসীন দলটির কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথমে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সূত্র জানায়, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চায় না আওয়ামী লীগ। এমনকি কেউ যদি কোনো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন, তাহলে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় প্রধান জানিয়েছেন। দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যে কোনো নেতা বা যে কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print