অক্টোবর ১৮, ২০২৫ ৬:৪৫ পিএম

মার্কিন ডলারের দাম এখন ১০৫ টাকা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রোববার (২৪ জুলাই) অন্তত ২.৫ টাকা বেড়ে খোলা বাজারে মার্কিন ডলারের দাম এখন ১০৫ টাকা। খোলা বাজারে গত বৃহস্পতিবারও  ১০২.৫০ টাকায় বিক্রি হয়েছে ডলার।

দেশের খোলাবাজারে এর আগে গত মে মাসে মার্কিন ডলারের দাম ১০৪ টাকা পর্যন্ত উঠেছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ডলারের সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি থাকায় দাম বাড়ছে।

মতিঝিলের দোহার মানি চেঞ্জারের মালিক মুরাদ হাসান বলেন, “সকাল থেকে আমাদের কাছে ডলার কেনার জন্য অনেক ক্রেতাই আসছেন। কিন্তু সে তুলনায় ডলার কিনতে পারছি না। ডলারের একটা সংকট চলছে সবখানে। আমরাও এর বাইরে নই। একারণেই দাম বাড়ছে।”

রাজধানীর পল্টন, মতিঝিল ও বায়তুল মোকাররম এলাকার বেশ কয়েকটি মানি চেঞ্জার প্রতিষ্ঠান জানিয়েছেন, আজ রোববার সকাল থেকে তারা ডলার কিনছে ১০৩-১০৪ টাকা দরে।

শুধু ডলারই নয়, অন্য বৈদেশিক মুদ্রার দামও বাড়ছে তাল মিলিয়ে।

সৌদি রিয়াল ২৮ টাকায় বিক্রি হচ্ছে । ভারতীয় রুপি বিক্রি হচ্ছে ১.৩০ টাকায়, এক সপ্তাহ আগেও ১.২৫ টাকায় রুপি বিক্রি হয়েছে।

সূত্র: টিবিএস

 

এসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print