নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ার আদমদীঘিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের মহাসম্মেলন ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। শুক্র ও শনিবার দুই দিনব্যাপী সান্তাহার আধুনিক স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মহাসম্মেলন ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। এই উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, অধ্যক্ষ সাইফুল ইসলাম, শাহনাজ বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারি সমিতির সভাপতি নুজরুল ইসলাম, সাধারন সম্পাদক এনামুল হক প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, এদিন সকালে অনুষ্ঠানের শুরুতেই শিক্ষকদের প্রীতি ফুটবল টুর্ণমেন্ট অনুষ্ঠিত হয়েছে। এরপর গ্রামীণ খেলাধুলা, হাঁড়ি ভাঙা, গোল্লাছুট, বালিশ খেলা, বেলুন ফুটানো, দ্রুত হাটা, ঝুঁড়িতে কর্ক নিক্ষেপ, চামুচ ও হাড়ি মাথায় নিয়ে ভারসাম্য দৌঁড় প্রতিযোগিতা হয়। খেলা শেষে পিঠা উৎসব। সেখানে পিঠার ১১টি স্টল বসে। বিকেলে সকল ধরনের প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। দিনটি উৎসবের মধ্যে দিয়ে পালিত হয়েছে।