আগস্ট ১৬, ২০২৫ ১০:০৬ পিএম

এবার আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

Oplus_16777216
Oplus_16777216

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। প্রকাশ্যেই এ হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একইসঙ্গে ইরানে নতুন করে হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।

স্থানীয় সময় রোববার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে কাৎজ বলেন, আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই- যদি আপনি ইসরায়েলের প্রতি হুমকি অব্যাহত রাখেন, তাহলে আমাদের লম্বা হাত আরও শক্তি নিয়ে আবারও তেহরানে পৌঁছাবে। আর এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যটি উদ্ধৃত করেছে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ। তবে ইসরায়েলি এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। এ যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রও। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় মার্কিন বাহিনী। তবে গত ২৪ জুন যুক্তরাষ্ট্রেই মধ্যস্থতায় ১২ দিন স্থায়ী এ সংঘাত স্থগিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print