বগুড়া ১১ এপ্রিল, ২০২২ঃ “বাদাম ..বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম।” এবার ঈদের বাজারে হটকেক ভারতের ভূবনবাদ্যকারের ভাইরাল হওয়া গানের মত সেই “কাঁচা বাদাম” থ্রী–পিস বগুড়া বাসীর মন কেড়ে নিয়েছে।
কাঁচা বাদাম এখন বিপনীবিতানে হট কেক । ভারত থেকে উড়ে এসেছে কাঁচা বাদাম থ্রি–পিস। ভারতের আদলে বাংলাদেশ তৈরি কাঁচা বাদাম থ্রি–পিসব্যাপক মনজয় করেছে ললনাদের। রনি ক্লথ ষ্টোরের দোকানীরা জানায়, তাদের কাছে ভারতীয় কাঁচা বাদাম জামা ছিল তার সবশেষ হয়ে গেছে। তবে বাংলাদেশী কাঁচা বাদামও শেষ হতে চলেছে। ভারতীয় কাঁচা বাদাম থ্রি–পিসের দাম সাড়ে ৩ হাজার টাকাথেকে সাড়ে ৫ হাজার টাকায় বেচা কেনা হয়েছে। বাংলাদেশী কাঁচা বাদাম দামে সস্তা। ৮০০ থেকে ১২শ‘ টাকায় বিক্রি হয়েছেপ্রতিটি জামা।মেয়েদের দেশী–বিদেশী থ্রি–পিস পওয়া যাচ্ছে বগুড়ার বিপনী বিতান ও শো–রুমে। তবে সব চেয়ে বেশি ঝড় তুলেছেবহুল আলোচিত “কাঁচা বাদাম” গানের থ্রি–পিস। এছাড়া আছে পাকিস্তানী গুলজার, গুল আহমেদ। দেশী বুটিকের চাহিদাওআছে প্রচুর। ভারতের ভরকট থ্রি–পিস বিক্রি হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা থেকে সাড়ে ৫ হাজার টাকায়।
ঈদুল ফিতরের এখনও অনেক দিন বাকি। এরই মধ্যে শহরের বিপনী বিতানগুলোত নারী–পুরুষের পদচারনায় মুখর হয়েউঠেছে। এবার মেয়েদের বিভিন্ন ডিজাইনের সালোয়ার কামিজ, থ্রি–পিস, লেহেঙ্গা বিভিন্ন নামে বিক্রি হচ্ছে ।