অক্টোবর ১৯, ২০২৫ ১:০৬ পিএম

কাঁচাবাদামের ছোঁয়া এবার ঈদের কাপড়ে

কাঁচাবাদামের ছোঁয়া এবার ঈদের বাজারে। ছবি: এনসিএন
কাঁচাবাদামের ছোঁয়া এবার ঈদের বাজারে। ছবি: এনসিএন

বগুড়া ১১ এপ্রিল, ২০২২ঃ বাদাম ..বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম।এবার ঈদের বাজারে হটকেক ভারতের ভূবনবাদ্যকারের ভাইরাল হওয়া গানের মত সেইকাঁচা বাদামথ্রীপিস বগুড়া বাসীর মন কেড়ে নিয়েছে।

কাঁচা বাদাম এখন বিপনীবিতানে হট কেক ভারত থেকে উড়ে এসেছে কাঁচা বাদাম থ্রিপিস। ভারতের আদলে বাংলাদেশ তৈরি কাঁচা বাদাম থ্রিপিসব্যাপক মনজয় করেছে ললনাদের। রনি ক্লথ ষ্টোরের দোকানীরা জানায়, তাদের কাছে ভারতীয় কাঁচা বাদাম জামা ছিল তার সবশেষ হয়ে গেছে। তবে বাংলাদেশী কাঁচা বাদামও শেষ হতে  চলেছে। ভারতীয় কাঁচা বাদাম থ্রিপিসের দাম সাড়ে হাজার টাকাথেকে সাড়ে হাজার টাকায় বেচা কেনা হয়েছে। বাংলাদেশী কাঁচা বাদাম দামে সস্তা। ৮০০ থেকে  ১২শটাকায় বিক্রি হয়েছেপ্রতিটি জামা।মেয়েদের দেশীবিদেশী থ্রিপিস পওয়া যাচ্ছে বগুড়ার বিপনী বিতান শোরুমে। তবে সব চেয়ে বেশি ঝড় তুলেছেবহুল আলোচিতকাঁচা বাদামগানের থ্রিপিস। এছাড়া আছে পাকিস্তানী গুলজার, গুল আহমেদ। দেশী বুটিকের চাহিদাওআছে প্রচুর। ভারতের ভরকট থ্রিপিস বিক্রি হচ্ছে সাড়ে হাজার টাকা থেকে সাড়ে হাজার টাকায়।

ঈদুল  ফিতরের এখনও অনেক দিন বাকি। এরই মধ্যে শহরের বিপনী বিতানগুলোত নারীপুরুষের পদচারনায় মুখর হয়েউঠেছে। এবার মেয়েদের  বিভিন্ন ডিজাইনের সালোয়ার কামিজ, থ্রিপিস, লেহেঙ্গা বিভিন্ন নামে বিক্রি হচ্ছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print