অক্টোবর ১৯, ২০২৫ ৩:১৫ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ নির্ধারণ

Oplus_16908288
Oplus_16908288

টানা ৮ দিন ধরে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ নির্ধারণ করে তাতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই ভাতা সর্বনিম্ন দুই হাজার টাকা হবে।

রোববার (১৯ অক্টোবর) অর্থ বিভাগের উপসচিব মরিয়ম মিতু স্বাক্ষরিত এই সম্মতিপত্রে সই করেন।

এতে কিছু শর্ত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে, বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করা হবে। বর্ণিত ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না। ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে।

এছাড়া, ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ সেজন্য দায়ী থাকবেন বলে সম্মতিপত্রে উল্লেখ করা হয়।

তবে ৫ শতাংশ বাড়ি ভাড়া প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print