অক্টোবর ১৯, ২০২৫ ৫:১০ পিএম

বগুড়ার শেরপুরে নেশার টাকা না পেয়ে দাদাকে পিটিয়ে হত্যা: পরে থানায় এসে আত্মসমর্থন নাতির

Oplus_16908288
Oplus_16908288

নেশার টাকা না পেয়ে বগুড়ার শেরপুরে আপন দাদা সাবান আলী ফকির (৬৫) কে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার পর নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন নাতি। নিহত সাবান আলী ওই গ্রামের মৃত নবির আলী ফকিরের ছেলে।

রবিবার (১৯ অক্টোবর ) সকাল ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।

অভিযুক্ত নাতির নাম আশিক হোসেন রানা (২৬), সে ওই গ্রামের আবু সাইদ সাইফুলের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত নাতি আশিক হোসেন ওরফে রানা দীর্ঘদিন ধরেই নেশার জন্য পরিবারের কাছে টাকা চাইত। ঘটনার দিন সকালে সে তার দাদা সাবান আলী ফকিরের কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় আশিক ক্ষিপ্ত হয়ে ওঠে।

​একপর্যায়ে রাস্তায় একা পেয়ে আশিক হোসেন ওরফে রানা লাঠি দিয়ে তার আপন দাদা সাবান আলী ফকিরের মাথায় আঘাত করে। এতে সাবান আলী ফকির ঘটনাস্থলেই মারাত্মক জখম হন এবং তার মৃত্যু হয়। দাদাকে হত্যার পর অভিযুক্ত নাতি আশিক হোসেন রানা পালিয়ে না গিয়ে নিজেই শেরপুর থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পন করেন।

পুলিশ জানান​ অভিযুক্ত আশিক হোসেন রানা নেশা করতে করতে ভারসাম্যহীন হয়ে পড়েছে এবং পারিবারিক বিষয়কে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটিয়েছে।

​শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় চণ্ডিপুর গ্রামজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print