অক্টোবর ১৭, ২০২৫ ১১:৫৮ এএম

ক্ষুধা নিয়ে শ্রীলঙ্কান শিশুদের ঘুমাতে হচ্ছে: জাতিসংঘ

ক্ষুধা নিয়ে শ্রীলঙ্কান শিশুদের ঘুমাতে হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ
ক্ষুধা নিয়ে শ্রীলঙ্কান শিশুদের ঘুমাতে হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। ছবি: সংগৃহীত

বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে ক্ষুধা নিয়ে শ্রীলঙ্কান শিশুদের ঘুমাতে হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশও এমন সঙ্কটে পড়তে পারে।

শুক্রবার ( ২৬ আগস্ট) জাতিসংঘের পক্ষ থেকে এসব কথা বলা হয়।

খাদ্য, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের আমদানি করার জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা না থাকায় শ্রীলঙ্কায় তীব্র অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে।

জাতিসংঘ জরুরি শিশু তহবিলের (ইউনিসেফ) দক্ষিণ এশিয়ার পরিচালক জর্জ লারিয়া-আদজেই জানান,নিয়মিত খাবার না পাওয়া পরিবারগুলোর কাছে সঙ্কটটি তীব্রভাবে অনুভূত হয়েছিল কারণ রান্নার জন্য প্রধান জিনিসগুলো কেনা অসাধ্য হয়ে উঠছিল।

তিনি বলেন, শিশুরা ক্ষুধার্ত বিছানায় যাচ্ছে, তাদের পরবর্তী খাবার কোথা থেকে আসবে তারও নিশ্চয়তা নেই।

নিজেদের ঋণ খেলাপি ঘোষণা করে গত এপ্রিলে শ্রীলঙ্কা জানায়, তারা ৫১ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ দিতে পারবে না। দেশটি অর্থনৈতিক সঙ্কট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলচনা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমি শ্রীলঙ্কায় যা দেখেছি তা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের জন্য সতর্ক বার্তা।

ইউনিসেফ শ্রীলঙ্কার অর্ধেক শিশুর জরুরি প্রয়োজন মেটাতে আড়াই কোটি ডলারের সহায়তার আবেদন করেছে। শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়া অপুষ্টি মোকাবেলায় শ্রীলঙ্কা সরকারও সহায়তার আবেদন জানিয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print