অক্টোবর ১৯, ২০২৫ ৪:৫০ এএম

গম রপ্তানি বন্ধ করল ভারত, পেঁয়াজেও কড়াকড়ি

গম রপ্তানি বন্ধ করল ভারত, পেঁয়াজেও কড়াকড়ি। ছবি: এফই
গম রপ্তানি বন্ধ করল ভারত, পেঁয়াজেও কড়াকড়ি। ছবি: এফই

গম রপ্তানি বন্ধ করেছে ভারত। নিজেদের বাজারে গমের দাম নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে দেশটি এই পদক্ষেপ নিয়েছে।

শুক্রবার রাতে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক ঘোষণায় গম রপ্তানি বন্ধের কথা জানিয়েছে। যা অবিলম্বে কার্যকর করা হয়েছে। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।

জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে দেশটিতে গমের দাম এক দশকের মধ্যে সর্বোচ্চ ছিল। যা নিয়ে বেশ উদ্বেগ দেখা দিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর ১২তম সপ্তাহে এসে গম রপ্তানি বন্ধের এ ঘোষণা দিল ভারত। ইউক্রেন ২০২১ সালে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম গম রপ্তানিকারক দেশ ছিল। যা বিশ্বব্যাপী গম রপ্তানির ১০ শতাংশের যোগান দিয়েছে। কিন্তু ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে গমসহ সব ধরনের শস্যের চালান ইউক্রেন থেকে রপ্তানি বন্ধ রয়েছে।

শুক্রবার রাতে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিবৃতিতে বলেছে, গমের রপ্তানি অবিলম্বে নিষিদ্ধ করা হয়েছে। তবে বিজ্ঞপ্তির তারিখে বা তার আগে একটি অপরিবর্তনীয় ক্রেডিট চিঠি জারি করা হয়ে থাকলে তাদের রপ্তানির অনুমতি দেওয়া হবে।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, পেঁয়াজ বীজের রপ্তানি সীমাবদ্ধের বিষয়টিও কড়াকড়িভাবে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print