অক্টোবর ১৯, ২০২৫ ১:১২ পিএম

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো পার্টেক্স কেবলস ডিলার মিট

পার্টেক্স কেবলসের ডিলার মিট কনফারেন্সে পুরষ্কার প্রাপ্ত সিয়াম সাদিক। ছবিঃ এনসিএন
পার্টেক্স কেবলসের ডিলার মিট কনফারেন্সে পুরষ্কার প্রাপ্ত সিয়াম সাদিক। ছবিঃ এনসিএন

ব্যাপক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো পার্টেক্স কেবলস ডিলার মিট ২০২২।

বৃহস্পতিবার ৩১ মার্চ নারায়ণগঞ্জের পার্টেক্স কেবলস ফ্যাক্টরিতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টেক্স কেবলস ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সায়।  এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৫ শত ৭৫ জন ব্যবসায়ীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

অনুষ্ঠানে পার্টেক্স কেবলসের প্রয়াত চেয়ারম্যান এম এ হাসেম এর জন্য এক মিনিটের নিরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি পার্টেক্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার সকল ডিলার এবং কর্মকর্তাদের প্রতি স্বাগত বক্তব্য জানান এবং বলেন, “আমরা ৪৫ কোটি টাকা খরচ করে একটি মেশিন স্থাপন করেছি যা মাত্র ২ কোটি টাকা দিয়েও গড়া সম্ভব ছিলো। কিন্ত তাতে হয়তো মানসম্মত এবং ওয়ার্ল্ডক্লাস পণ্য তৈরি করা সম্ভব হতো না। আমরা চেয়েছি ওয়ার্ল্ডক্লাস একটি পণ্য আপনাদের মাধ্যমে ভোক্তাদের হাতে তুলে দিতে। আমাদের মতো আরো কয়েকটি কোম্পানি বাংলাদেশে আছে যারা একই প্রোডাক্ট তৈরি করছে। কিন্ত তারমানে এই নয় যে তারা আমাদের থেকে অনেক ভালো প্রোডাক্ট তৈরি করছে। বরং আমরা সব থেকে দেরিতে শুরু করলেও আরো অত্যাধুনিক প্রযুক্তিতে আমাদের পণ্য তৈরি করছি।”

তিনি আরো বলেন, “আমাদের ফ্যাক্টরির কোথাও ভেজাল দিয়ে পণ্য তৈরি করার মেশিন নেই। যা বাংলাদেশের অনেক কারখানাতেই আছে। যেখানে অনেক স্ক্র‍্যাব গলিয়ে তা থেকে পণ্য তৈরি করে।”

অনুষ্ঠানে সারাদেশে সর্বোচ্চ কেবলস বিক্রেতাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সর্বোচ্চ বিক্রেতাদের মধ্যে ২০২০ ও ২০২১ সালে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে বিশেষভাবে পুরষ্কৃত হন বগুড়া নিলয় ইলেক্টিক এন্ড ইলেক্ট্রনিক্স এর পক্ষে প্রতিষ্ঠানটির কর্ণধার এবং নর্থ ক্যাপিটাল নিউজের সম্পাদক সিয়াম সাদিক। এছাড়া সারাদেশের একশত চুরাশিজন পুরষ্কৃত হন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিক্রয় ও বিপনন বিভাগীয় প্রধান সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ, জনসংযোগ কর্মকর্তা সাব্বির জাহাঙ্গীর, প্রধান নির্বাহী পরিচালক এ কে এম আহসানুল হক, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মোস্তফা কামাল আহমেদ সহ অনেকেই।

উল্লেখ্য যে পার্টেক্স কেবলস ২০১৮ সালে কেবল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার মাধ্যমে তাদের যাত্রা শুরু করে বাংলাদেশের বৈদ্যুতিক জগতে। এরপর থেকে মানসম্মত অগ্নিপ্রতিরোধক বৈদ্যুতিক তার উৎপাদনের মধ্য দিয়ে নিরাপদ বিদ্যুৎ সরবরাহ করতে বধ্যপরিকর।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print