অক্টোবর ১৮, ২০২৫ ৯:১৭ এএম

জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন নয় বিপিসি

জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন নয় বিপিসি
জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন নয় বিপিসি। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ডলার সংকটে ব্যাংকে ঋণপত্র (এলসি) খুলতে না পারা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য এই সংকট তৈরি করেছে।

বিপিসির সবশেষ হিসাব বলছে, তাদের ডিজেলের মজুদ ৩০ দিনে নেমে এসেছে।

বিপিসি সূত্র জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী আগামী আগস্টে ৩ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের চাহিদার বিপরীতে ১৯ জুলাই পর্যন্ত ঋণপত্র খুলতে পেরেছে মাত্র ১ লাখ মেট্রিক টনের।

তবে, বিপিসির একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ডিজেলের মজুদ কিছুটা কমেছে। তবে বেশ কিছু জাহাজ ইতোমধ্যেই আসতে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারেও দাম কমছে। ফলে সামনে আমদানি আরও বাড়বে।’

তিনি বলেন, ‘স্বাভাবিক সময়ে ৪০-৪৫ দিনের ডিজেলের মজুদ থাকে।’

এ ছাড়া, বর্তমান মজুদ ও দৈনিক জ্বালানি তেল বিক্রির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, দেশে পেট্রলের মজুদ আছে ১৩ দিনের এবং অকটেনের ১১ দিনের।

তবে, বিপিসির কর্মকর্তাদের মতে, স্বাভাবিক সময়েও মজুদের পরিমাণ এর চেয়ে খুব বেশি থাকে না। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে। এটি উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি নয়।

সূত্রঃ ডেইলি স্টার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print