অক্টোবর ১৭, ২০২৫ ১১:৫০ এএম

বগুড়ায় পাইকারীতে ডিমের দাম কমলেও খুচরায় এর কোন প্রভাব পড়েনি

ডিমের বাজারে হালিতে কমলো ১০ টাকা।
ডিমের বাজারে হালিতে কমলো ১০ টাকা। ছবিঃ এনসিএন

ডিমের খুচরা বাজারে অস্থিরতা কমছেই না। পাইকরি বাজারে ডিমের দাম হালিতে (৪টি) ৪০ টাকা থেকে কমে এখন ৩৬ টাকা ৮০ পয়সা হালিতে(৪টি) বিক্রি হচ্ছে।

ডিমের পাইকারি মিলন জানান, তারা প্রতি ডিম ৯ টাকা ২০ পয়সাতে কিনে ৯ টাকা ৪০ পয়সা বিক্রি করে থাকেন। পাইকারি ব্যবসায়ীরা কেনা রশিদ দেখাতে পারলেও খুচরা ডিমের ব্যবসায়ীর কেনা রশিদ দেয়াতে পরবেনা। তারা বলছে পাইকারি ব্যবসায়ীরা তাদের রশিদ দেয় না।

শুক্রবার ফতেহ আলী বাজারে ডিমের দোকানের মূল্য তালিকা। ছবিঃ এনসিএন

আরো পড়ুনঃ বগুড়ায় কাঁচা মরিচের দাম কেজিতে ১শ‘ টাকা কমেছে

তাদের এই কথা সঠিক নয় বলে পাইকারি বিক্রেতারা জানান, কাজি ফার্ম তাদের ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা টানিয়ে দিয়েছে।

শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে খুচরা ব্যবসায়ীরা প্রতি ডিম ১১ টাকা ২৫ পয়সাতে বিক্রি করছে। অর্থাৎ খুচরায় প্রতি হালি ডিম বিক্রি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

বগুড়ার ডিমের পাইকারি ব্যবসায়ীরা জানান, তারা ডিমে অন্যান্য খরচসহ খুব সামান্য লাভ করে থাকেন। কিন্তু খুচরা ব্যবসায়ীরা কেন এমন করছে তা বলতে পারেনা পাইকারি ডিম ব্যবসায়ীরা। খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের বেশি দামে কেনা তাই তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। খুচরা ডিম বিক্রেতাদের মূল্য তালিকায় দেখা গেছে, লাল ডিম প্রতি হালি ৪৫ টাকা, হাঁসের ডিম ৬০ টাকা, দেশী ডিম ৬০ টাকা ।

খুচরা ব্যবসাীয়দের কারসাজি তদারকির কেউ না থাকার জন্য খুচরা বেশি দামে ডিম কিনতে হচ্ছে বলে জানান ভোক্তারা।
ভোক্তা অধিকারের সহকারি পরিচালক ইফতেখারুল রিজভী জানান, বিষয়টি তিনি শনিবার দেখবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print