বগুড়ায় ফোরকান হত্যা মামলার তদন্ত প্রাপ্ত আসামি শাজাহানপুরের খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার দেশমা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি ওয়ালিউর ইসলাম মামুন। তিনি খড়না জগন্নাথপুর এলাকার মৃত মিজানুর রহমান মন্ডলের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত মামুন ফোরকান হত্যা মামলার তদন্ত প্রাপ্ত আসামি। তাকে শনিবার আদালতে পাঠানো হবে।