বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ভটভটি চাপায় ইয়াসিন আলী (৪৫) নামের একজন নিহত হয়েছে। রোববার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে ছোনকা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আলী সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামের মৃত গোলজার আলীর ছেলে।
জানা যায়, ইয়াসিন আলী বেশ কয়েকদিন ধরে অসুস্থ। এজন্য ডাক্তার দেখাতে বাড়ি থেকে শেরপুরের উদ্দ্যেশে আসছিল। ছোনকা বাজার এলাকায় গাড়ির জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাতনামা কোচ খড়ি বোঝায় ভটভটি চাপা দেয়। ভটভটি সাইট দিতে নিয়ে দাঁড়িয়ে থাকা ইয়াসিন আলীর গায়ে উপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন আলী মারা যায়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিম ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, ভটভটি আটক রয়েছে। তবে চালক পায়িয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এনসিএন/বিআর