অক্টোবর ১৯, ২০২৫ ৪:৫০ এএম

বগুড়ার হস্তশিল্প বছরে রফতানী ২শ’ কোটি টাকা

বগুড়ার হস্তশিল্প বছরে রফতানী ২শ' কোটি টাকা। ছবি: এনসিএন
বগুড়ার হস্তশিল্প বছরে রফতানী ২শ' কোটি টাকা। ছবি: এনসিএন

বগুড়া, ১৬ এপ্রিল ২০২২: বগুড়া কাহালুর পাঁচখুড় গ্রামে তাল ডালের ডাকুর থেকে তৈরী সরু কাঠি দিয়ে কুটির শিল্পের বিশাল কর্মযজ্ঞ চলছে। তবে তালের ডাল থেকে তৈরী এই কুটির শিল্প গুলো পরিবেশ বান্ধব বলেই বিশ্ব বাজারে এর চাহিদা বেশী।

কাহালু উপজেলার পাঁচখুর গ্রামের হাজার হাজার নারী-পুরুষের তৈরী নানা ধরনের সৌখিন পন্য এখন এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে কম পক্ষে ১৮ থেকে ২০টি দেশে যাচ্ছে।

এই কুটির শিল্পের সাথে জড়িত পাঁচখুর গ্রামের মানুষ কুটির শিল্প তৈরী করে বেশ স্বাবলম্বী হয়ে উঠেছে। জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বছরে প্রায় ২০০ কোটি টাকা তালের আঁশ থেকে তৈরী নানা ধরনের সৌখিন পন্য বগুড়া থেকে রফতানী হচ্ছে। এই সব কাজ দেখে মনে হবে যেন বাবুই পাখির ঠোঁট দিয়ে নিপুন ভাবে শিল্প কর্মগুলো করেছে।

পাঁচখুড়ের ইউনুস আলী জানান, তাদের গ্রামে কোন ভিক্ষুক নেই। দরিদ্র জনগোষ্ঠী যে হাত দিয়ে ভিক্ষা করতো সেই হাত এখন কর্মের হাতে পরিনত হয়েছে। এই গ্রামে কেউ বেকার নেই। সকলে মাথা উঁচু করে গর্বের সাথে চলে। আর নয় ভিক্ষাবৃত্তি, হাত হোক কর্মের হাতিয়ার এই ব্রত নিয়ে কুটির শিল্পের কাজ করছে।

এই কাজ করে পাচখুড় গ্রারে আকাতর বেগম তার দুই তিন মেয়ে ও এক ছেলেকে শিক্ষায় শিক্ষিত করতে চান। এক মেয়ে আইন নিয়ে লেখা পড়া করছে, আরেক মেয়ে কলেজে পড়ছেন ও অন্য এক মেয়ে নবম শ্রেণীতে এবং এক ছেলে কলেজে পড়ে। তারা মানুষ হলে একদিন তাদের কষ্ট লাঘব হবে এই আশা আকতার বেগমের।

শেরপুরের রফতানীকারক প্রতিষ্ঠান ইর্টসান হাইজ বিডি লিমিটেডের ম্যানজোর জানান, পাঁচখুড় থেকে তাল গাছের আঁশ থেকে সংগৃহিত পন্য ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন হস্তশিল্প সংগ্রহ করে বিশ্বের প্রায় ৭০টি দেশে পাঠান। বগুড়ার প্রায় ৬টি প্রতিষ্টান বছরে প্রায় ২০০ থেকে আড়াইশো কেটি টাকার পন্য রফতানী করে থাকে।

পাঁচখুড় গ্রামের প্রায় দেড় হাজার সদস্য ছাড়াও লাভজনক এই হস্তশিল্প তৈরী করে লাভবান হওয়ার গল্প শুনে তালের আঁস থেকে সো-পিস হিসাবে ডালা, সাজিসহ বিভিন্ন পন্য তৈরী শুরু হয়েছে বগুড়া জেলা সংলগ্ন জয়পুরহাটের কালাই উপজেলা বগুড়া সদরের নামুজ, তালোড়াতে। হাজার হাজার মানুষ কাজের ফাঁকে সুযোগ পেলেই তাল গাছের ডাকুর(গাছের ডালের পাশের এক অংশের ডাল) থেকে সরু কাঠি বের করে তৈরী করছে নানা ধরনের শো-পিস তৈরী করছে। এই আয় বাড়ি ঘরের কাজকর্মের ফাঁকে হস্তশিল্প তৈরী করে জীবনমানের উন্নয়ন ঘটিয়েছে।

পাঁচখুর গ্রামের তৈরী এইসব সংগ্রহ করে রফতানী করকদের মধ্যে পন্য সরবরাহকারি কাহালু উপজেলা পাইকড় ইউনিয়নের মো: ইউনুস আলী জানান, পাঁচখুর গামের এই শিল্প প্রায় শত বছরের। আগে দেশের মধ্যে বিক্রি হতো। এখন দেশ ছাড়িয়ে এই পন্য রফতানি হচ্ছে জার্মানী, ফ্রান্স, ইংল্যান্ড, পোল্যান্ড,সুইজারল্যান্ড, ইন্দেনেশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে রফতানী হচ্ছে তালের ডাল থেকে উৎপাদিত পন্য। আসছে প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা। শুধু পাঁচখুড় থেকে মাসে লক্ষ লক্ষ টাকার পন্য স্থানীয় প্রতিষ্ঠানের মাধমে রফতানী কারকেদের কিনে নিয়ে জাহাজে করে বিদেশের বিভিন্ দেশে যাচ্ছে।

ইউনুস আলী জানান, মাঝারী বয়সের তাল গাছ থেকে পাতা সংগ্রহ করা হয়। পাতার বোঁটা( স্থানীয় ভাষায় ডাকুর)ভারী কোন কে জিনিষ যেমন হাতুড়ি দিয়ে থেতলে নেয়া হয়। তা থেকে সংগ্রিহিত আঁশ রোদে শুকনা করা হয়। শুকনো আঁশ দিয়ে একটির সাথোপরটি পেঁচিয়ে বুননের মাধ্যমে বিভিন্ন আকার রুপ দেয়া হয়। নিখুঁত এই কুটির শিল্প দেথে মনে হবে তাল হাছে বাবুই পাথি যেমন তাদের বাসা তৈরী করে ।ঘরে বসে তারই যেন এই শিল্পকর্ম গুলো করেছে। ঘর সাজানেরা সৌখিন এই সকল পন্য এক দিকে যেমন দেখতে সুন্দর তেমনি পরিবেশ বান্ধব। এ গুলো সহজেই মাটির সাথেমিশে যায়।

পাঁচখুড় গ্রামের তালের গাছের ডালের আঁশ দিয়ে তৈরী হস্তশিল্প ছাড়াও তাল পাতা,খেজুর পাতার তৈরী ঝুড়ি, ডালা বা সাজি ও পাখির বাঁসা অপূর্ব কারুকাজ সম্বলিত হস্ত শিল্প, সুতলী,কাশবন থেকে থেকে কাশ দিয়ে তেরী নানা ধরনে হস্তশিল্প তৈরী হচ্ছে । কাহালু ছাড়াও জয়পুরহাটের চকলবি, ভাদার উতরা গ্রামে চলছে সুতলী,কাশবনের কাশা থেকে তৈলী পন্য যাচ্ছে বিদেশে । দেশে আসছে প্রচুর বৈদেূশক মুদ্রা। সকলের অজান্তে হস্ত শিল্পের নিরব বিপ্লব চলেছে দেশের বিভিন্ স্থানে। এই সকল পন্য সংগ্রহ করে ইউনুসআলী পৌছে দিচ্ছেন বগুড়া শেরপুরের বিভিন্ন ট্রেডিং কোম্পানীর কাছে ।তার এই সকল পন্য রফতানী তারা সরাসরি এই সকল পণ্য জাহাজ বোঝাই করে পাঠাচ্ছেন বিদেশের বিভিন্ন স্থানে।

এনসিএন/এ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print