বগুড়া ৮ এপ্রিল, ২০২২ঃ বগুড়ায় সপ্তাহের অন্যান্য দিনের মতো শুক্রবারেও জমে উঠেছে সকল ধরণের ব্যবসা বানিজ্য। অন্যান্য দিনের মতো ছুটির দিনেও অনেকেই খোলা রেখেছেন ব্যবসা প্রতিষ্ঠান। বিশেষ করে নিউ মার্কেটের কাপড়ের দোকান, কাঠালতলা এলাকার দোকানগুলোতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন।
শহরের কাঠালতলা এলাকায় আজ শুক্রবার ছুটিরদিন হওয়ার পরও কেন দোকান খুলে রেখেছে এক ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলে তিনি জানান, “এখন থেকেই ঈদের কেনাকাটা অনেকে শুরু করেছেন তাই আমরা দোকান খোলা রেখেছি। এছাড়া বিগত দিনগুলোতে করোনার কারণে দুই ঈদে আমাদের তেমন ব্যবসা না হওয়ার কারণে অনেক লস গুনতে হয়েছে।”
মার্কেটে ক্রেতা সাধারণদের জিজ্ঞাসা করে জানা যায়, তারা অনেকেই সারা সপ্তাহে চাকরি কিংবা ব্যবসার কাজে ব্যস্ত থাকার কারণে প্রয়োজনীয় জিনিস কেনার সুযোগ পান না বলে আজ ছুটির দিনেও এসেছে তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে। এছাড়া সামনে ঈদে মার্কেটে অনেক ভীড় হয় বলে এখনই তাদের প্রয়োজনীয় ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রেতারা।
এরই মধ্যে নিউ মার্কেটের বিভিন্ন দোকানে আসতে শুরু করেছে ঈদের কাপড়। দোকানিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ঈদের নতুন কাপড় দিয়ে দোকান সাজানোর কাজে। ব্যবসায়ীদের প্রত্যাশা বিগত দিনগুলো থেকে এবার ভালো ব্যবসা করতে পারবেন এবং বিগতদিনগুলোতে যে ক্ষতি হয়েছে তা এবার পুষিয়ে নিতে পারবেন বলে আশাবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা।
এসএসএ/এনসিএন