‘ব্যবসায়ীদের যৌক্তিক সকল সুযোগ সুবিধা প্রদানের জন্য আমরা বদ্ধ পরিকর। আধুনিক হাট ব্যবস্থায় যা থাকা দরকার আমরা পর্যায়ক্রমে সব করব। দূরের ব্যবসায়ীদের থাকা খাবারের সকল ব্যবস্থা রয়েছে।’
প্রায় ২৪ বছর পর শুক্রবার থেকে বগুড়া সদরের ঐতিহ্যবাহী নামুজা গরু-ছাগলের হাটে আসা সকল ব্যবসায়ীদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
এদিন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেন, সকল ব্যবসায়ীদের সুযোগ সুবিধা সৃষ্টি করার লক্ষে আমরা ঐতিহ্য বাহী নামুজা হাটটি পুনরায় চালু করেছি। ব্যবসায়ীরা যেন সকল সুযোগ সুবিধা পায়। আধুনিক হাট ব্যবস্থায় যা যা থাকা দরকার তার সব কিছুই করা হবে। নিরাপত্তার জন্য আইন শৃংখোলার সদস্যদের পাশাপাশি সিসি ক্যামেরায় নামুজা হাটটি পর্যবেক্ষণ করা হবে। যারা অবৈধভাবে হাটের জায়গা দখল করে আছে তাদেরকে দ্রুত জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য তিনি আহবান জানান।
জানা গেছে, প্রতি সপ্তাহে দু’দিন এই হাট বসবে। হাট বসবে শুক্রবার ও সোমবার। এ হাটে গরু, ছাগল, হাঁস মুরগীসহ সকল প্রকার কাচা ও শুকনা তরকারী ক্রয়-বিক্রয় করা যাবে। এছাড়াও দূরের ব্যবসায়ীদের নিরাপত্তা সহ সকল প্রকার সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে।
হাট পরিচালনা কমিটির সভাপতি ও নামুজা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, আমরা এ হাটটি নতুন উদ্যোমে শুরু করেছি। এজন্য ব্যবসায়ী সহ সকলের সহযোগীতা চাই।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুর রহমান বলেন, আমরা ক্রেতা বিক্রেতাদের সেবা দেওয়ার জন্য পুনরায় এ হাটটির কার্যক্রম শুরু করেছি এ জন্য সকলের সহযোগীতা প্রয়োজন। এসময় উপস্থিত ছিলেন সদর থানার এসআই মন্তেজার রহমান, আমজাদ হোসেন, আল মন্তাসির তালুকদার বিকন, রানা মিয়া, এনামুল হক, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাট পরিচালনা কমিটির সদস্যগণ দূরের ও কাছের ব্যবসায়ীদের তাদের গরু, ছাগল, হাস মুরগীসহ সকল পন্য ক্রয় বিক্রয়ের জন্য সপ্তাহে দু’দিন শুক্রবার ও সোমবার এ হাটে নিয়ে আসার আহবান জানান।
এনসিএন/এআইএ