বগুড়া জেলার ঐতিহ্যবাহী মহাস্থান হাটে সরকার অনুমোদিত টোল রেটের তালিকা টাঙিয়েছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (১০ মে)বেলা ১১ টায় উক্ত হাটের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই তালিকা টাঙ্গানো হয়েছে। টোল আদায়ের এই তালিকা টাঙানোর পর হাটের ক্রেতা বিক্রেতা সহ উপস্থিত সকলের উদ্দেশ্যে সচেতনতামুলক বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, রায়নগর ইউপি চেয়ারম্যান ও হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফি, ইউপি সদস্য আলমগীর হোসেন লালু প্রমুখ।
এদিন ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম ও সমাজসেবক বেলাল হোসেন মন্ডল।
এসময় বক্তরা বলেন, জনস্বার্থে সরকারী রেট অনুযায়ী টোল আদায়ের জন্য হাট ইজারাদার কর্তৃপক্ষকে আহবান জানান। সেই সাথে সরকারী রেটে টোল প্রদানের ক্ষেত্রে হাটের ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা সহ সকলকে সচেতন থাকার জন্য আহবান জানানো হয়।
এনসিএন/আরআই