জুলাই ৬, ২০২৪ ২:৩০ এএম

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত ২

কক্সবাজারে পাহাড়ধসে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার ভোরাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৮ ও ৯-এ এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোহাম্মদ সিফাত (১৩) ও ৮ ইস্ট-এর বালুখালী জুমেরছড়ার আনোয়ার ইসলাম (২৭)।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়া ১১ এবং ৮নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের এ ঘটনায় এক স্থানীয় শিশু ও একজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উখিয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করেছে। টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এর আগে গত ১৯ জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ১০ জন নিহত হয়েছিলেন।

এর আগে গত ১৯ জুন উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড়ধসে ১০ জন নিহত হয়েছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print