অক্টোবর ১৯, ২০২৫ ৪:৫৩ এএম

শ্রীলঙ্কাকে ঋণ পরিশোধে আরও ১ বছর সময় দিলো বাংলাদেশ

শ্রীলঙ্কায় চলমান সংকট নিয়ে আন্দোলন করছেন দেশটির সাধারণ মানুষেরা। ছবি: দ্য গার্ডিয়ান
শ্রীলঙ্কায় চলমান সংকট নিয়ে আন্দোলন করছেন দেশটির সাধারণ মানুষেরা। ছবি: দ্য গার্ডিয়ান

অর্থনৈতিকভাবে ভঙ্গুর ও বৈদেশিক ঋণে জর্জরিত শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার ঋণ পরিশোধে আরও ১ বছর সময় দিলো বাংলাদেশ ব্যাংক।

জানা যায়, গেল বছরে নেওয়া এ ঋণ পরিশোধের সময় ছিলো চলতি বছরের মে মাস পর্যন্ত। তবে শ্রীলঙ্কা সরকারের অনুরোধে সে মেয়াদ আরও ১ বছর বৃদ্ধি করা হয়েছে বলে জানা গিয়েছে।

না প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা গণমাধ্যমে জানিয়েছেন, ‘শ্রীলঙ্কা সরকারের অনুরোধে ২০০ মিলিয়ন ডলার ঋণ পরিশোধের মেয়াদ ১ বছর বাড়ানো হয়েছে। তবে ৩ মাস পরপর দেশটিকে ঋণের সুদ পরিশোধ করে যেতে হবে বলে জানান তিনি।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print