মে ২১, ২০২৪ ১২:১৯ পিএম

হিথ স্ট্রিকের মৃত্যুতে ক্রিকেট দুনিয়ায় শোক

না ফেরার দেশে চলে গেলেন জিম্বাবুয়ের ক্রিকেট কিংবদন্তি হিথ স্ট্রিক। লিভার এবং কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই ক্রিকেটার। জাতীয় দলে তার দীর্ঘদিনের সতীর্থ হেনরি ওলেঙ্গা এক টুইট বার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজের সময়ের অন্যতম সেরা এই বোলারের মৃত্যুতে ক্রিকেট জগতে নেমে এসেছে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন বীরেন্দ্রর শেবাগ, ভিভিএস লক্ষ্মণসহ সাবেক ক্রিকেটাররা। শোক প্রকাশ করেছেন জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক শন উইলিয়ামস।

স্ট্রিকের বলে নিজের আউট হবার ছবি প্রকাশ করে ভারতের সাবেক ব্যাটার শেবাগ লিখেছেন, হিথ স্ট্রিকের মৃত্যুর খবর শুনে খুবই খারাপ লাগছে। খুবই প্রতিযোগিতামূলক মনোভাব আর জিম্বাবুয়ের সর্বকালের সেরা একজন অলরাউন্ডার। তার পরিবার এবং বন্ধুদের জন্য সমবেদনা।

আমি যাদের সঙ্গে খেলেছিলাম, তাদের অনেকেই এখন নেই জেনেই খারাপ লাগছে।’

শোকের ছাপ ফুটে উঠেছে আরেক কিংবদন্তি ব্যাটার ভিভিএস লক্ষ্মণের পোস্টেও, ‘হিথ স্ট্রিকের মৃত্যুর খবরে দুঃখ লাগছে। তার পরিবার, বন্ধু এবং জিম্বাবুয়ে ক্রিকেটের ভক্তদের জন্য রইল সমবেদনা।’

শোক প্রকাশ করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর বর্তমান চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। জিম্বাবুয়ের ক্রিকেটে হিথ স্ট্রিককে ‘সাফল্যের একটি ধারা’ হিসেবে মন্তব্য করেছে ফ্র্যাঞ্চাইজটি। শোক জানিয়ে ভারতের স্পিন কিংবদন্তি অনিল কুম্বলে লিখেছেন, ‘হিথ স্ট্রিকের মৃত্যুর সংবাদে খুবই মর্মাহত হলাম। জিম্বাবুয়ে ক্রিকেটের আলোকবর্তিকা ছিলেন তিনি। খুব দ্রুতই চলে গেলেন। তার পরিবারের জন্য সমবেদনা রইলো।’
সতীর্থ হেনরি ওলেঙ্গা লিখেছেন, হিথ স্ট্রিক ওপাড়ে পাড়ি জমিয়েছে। শান্তিতে ঘুমাও কিংবদন্তি। আমাদের সর্বকালের সেরা অলরাউন্ডার। তোমার সঙ্গে খেলতে পারা আনন্দের ছিল। যখন আমার বোলিং স্পেল শেষ হবে, ওপাড়ে আমাদের দেখা হবে।’

জিম্বাবুয়ের ইতিহাসের সেরা বোলার এবং অলরাউন্ডার হিসেবে ক্রিকেট বিশ্বে পরিচিত এক মুখ ছিলেন হিথ স্ট্রিক। আফ্রিকান দেশটির হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারি তিনিই। জিম্বাবুয়ের ক্রিকেটে টেস্টে ১০০ উইকেট এবং ১ হাজার রান এবং ওয়ানডেতে ২০০ উইকেট ও ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করা একমাত্র ক্রিকেটার তিনি।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print