শনিবার (২২ অক্টোবর) বগুড়া সদরের রাজাবাজার ও ফতেহ আলী বাজারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মূল্য তালিকা ও ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা আর্থিক দন্ড দেয়া হয়েছে।
এদিন অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম। অভিযান পরিচালনায় তাকে সহযোগিতা করে জেলা পুলিশের একটি চৌকস দল।
তিনি বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিতে আমরা প্রতিদিনই বাজার তদারকি করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ শহরের রাজাবাজার ও ফতেহ আলী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকা ও ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার অপরাধে তিনটি দোকানে জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এনসিএন/এআইএ