অক্টোবর ১৮, ২০২৫ ৯:০২ পিএম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত বিবিএস কেবলসের পার্টনার্স মিট

রবিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে অনুষ্ঠিত হয় বিবিএস কেবলস লিমিটেড পার্টনার্স মিট ২০২২।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিবিএস কেবলসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বদরুল হাসানের কাছ থেকে পুরষ্কার স্বরূপ বিদেশ ভ্রমণের সম্মাননা গ্রহণ করেন বগুড়া থেকে নিলয় ইলেকট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স এর কর্ণধার ও নর্থ ক্যাপিটাল নিউজের সম্পাদক সিয়াম সাদিক।

অনুষ্ঠানে বগুড়া জেলা থেকে আরো পুরষ্কার গ্রহণ করেন মেসার্স সেতু ইলেকট্রিক, মানিক ইলেকট্রিক, নিউ মিলন ইলেকট্রিক, ভাই ভাই ইলেকট্রিকসহ অনেকেই।

অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া জেলা থেকে হাজারো ব্যবসায়ী অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে সারা বাংলাদেশ থেকে সেরা কেবলস বিক্রেতাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয় এবং প্রায় চারশ’র অধিক ব্যবসায়ীদের থাইল্যান্ড, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, দুবাইয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিগত দিনগুলোতে করোনায় হাড়ানো সকল ব্যবসায়ীদের আবেগভরে স্বরণ করা হয় এবং তাদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এছাড়া মৃত ব্যবসায়ীদের সন্তানদের কোম্পানির পক্ষ থেকে শিক্ষা অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান আগামীর দিনগুলোতে ব্যবসায়ীক সফলতা কামনায় নিজের মনোভাব প্রকাশ করেন। পুরষ্কৃত সকল ব্যবসায়ীদের প্রতি তিনি আন্তরিক শ্রদ্ধা জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print