অক্টোবর ১৮, ২০২৫ ৮:৫৯ পিএম

নতুন ব্যবসায় যুক্ত হচ্ছেন সাকিব

নতুন ব্যবসায় যুক্ত হচ্ছেন সাকিব
নতুন ব্যবসায় যুক্ত হচ্ছেন সাকিব। ছবি: রেমো নিউজ

আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৪৮ শতাংশ শেয়ার কিনছেন (অধিগ্রহণ) ক্রিকেটার সাকিব আল হাসান। নিজের দুই প্রতিষ্ঠান মোনার্ক মার্ট ও মোনার্ক এক্সপ্রেস এবং ৫ জন সহযোগী নিয়ে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে থাকা এই ইন্ডাস্ট্রিজের শেয়ার কিনছেন সাকিব।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড স্টক এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল জানিয়েছে, পাঁচটি শর্তে এবং বিনিয়োগকারীদের স্বার্থে এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির একজন কমিশনার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন, কয়েকজন উদ্যোক্তা আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের শেয়ার কেনার প্রস্তাব করেন।

সূত্রে জানা গেছে, সাকিবের দুই প্রতিষ্ঠান মোনার্ক মার্ট ও মোনার্ক এক্সপ্রেস যথাক্রমে শেয়ারের ২.৪০ শতাংশ এবং ৪.৮০ শতাংশ মালিকানা পাবে। বাকি উদ্যোক্তারা হলেন—আমিনুল ইসলাম সিকদার, মো খায়রুল বাশার (ইশাল কমিউনিকেশনের প্রতিনিধিত্বকারী) এএফএম রফিকুজ্জামান, মাশুক আলম, হুমায়ুন কবির (লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিত্বকারী) ও মুন্সী শফিউদ্দিন।

বিএসইসির এক চিঠিতে বলা হয়েছে, আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মোট শেয়ারের ৪৮ দশমিক ১৮ শতাংশ বা ২৪.৮ লাখ শেয়ার কতগুলো শর্তের ভিত্তিতে বিক্রি বা স্থানান্তরের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print