অক্টোবর ১, ২০২৫ ১:৪৬ এএম

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পেরু

Oplus_16908288
Oplus_16908288

বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির রাজধানী লিমায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও লাঠি ছোড়ে। অপরদিকে, পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সাম্প্রতিক সময়ে পেরুতে সংগঠিত গোষ্ঠীগত অপরাধ, সরকারি দুর্নীতি এবং নতুন পেনশন সংস্কারের বিরুদ্ধে সামাজিক অস্থিরতা বাড়ছে। সেই প্রেক্ষাপটেই এ আন্দোলন শুরু হয়েছে।

বিক্ষোভকারীরা লিমায় প্রেসিডেন্ট ভবন এবং কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ দেখা দেয়। এতে বেশ কয়েকজন আহত হন।

প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের জনপ্রিয়তা এ ঘটনায় আরও নিম্নমুখী হয়েছে। তার মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। জনমত জরিপে দেখা যাচ্ছে, সরকার ও সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস উভয়কেই জনগণের বড় অংশ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করছে।

সূত্র: ফ্রান্স-২৪।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print