ভোগান্তি কিছুটা কমতে শুরু করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকেই রিশিডিউল অনুযায়ী গন্তব্যে উড্ডয়ন করছে ফ্লাইটগুলো। তবে দিনের ফ্লাইটগুলো দেড়-দুই ঘণ্টা পিছিয়ে যাত্রা করছে।
গতকালের বাতিল হওয়া ফ্লাইটগুলো রোববার (১৯ অক্টোবর) সকাল থেকে গন্তব্যে যাচ্ছে। আজকের পূর্বনির্ধারিত কিছু ফ্লাইটের সময় আধা ঘণ্টা পর্যন্ত এগিয়ে আনা হয়েছে। এতে বিদেশগামী যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে, বিশেষ করে ট্রানজিট যাত্রীরা পড়েছেন বিপাকে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার রাতের শিডিউলে থাকা অনেক ফ্লাইট ছাড়তে হয়েছে রোববার সকালে। কিছু ফ্লাইট বিলম্ব হয়েছে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত। এমনকি রোববার সকালের নির্ধারিত ফ্লাইটগুলোও ছাড়তে হয়েছে দুই থেকে তিন ঘণ্টা দেরিতে। অগ্নিকাণ্ডের কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার রাত ৯টা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবার বিমান চলাচল শুরু হয়।