আসছে এশিয়া কাপে মাহমুদউল্লাহ রিয়াদ অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কেননা স্কিল ক্যাম্পের জন্য কোচের দেওয়া ২০ জনের তালিকায় রিয়াদের নাম নেই। ইংল্যান্ডের বিপক্ষে কাঙ্ক্ষিত মানের ফিল্ডিং না পাওয়ায় তাকে বাদ দিতে চান টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
এশিয়া কাপকে সামনে রেখে ৩২ ক্রিকেটারকে নিয়ে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। ৩২ জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষার পর ২০ থেকে ২২ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। সেখান থেকে বেছে নেওয়া হবে এশিয়া কাপের চূড়ান্ত দল।
এশিয়া কাপের দলে কারা থাকবেন তা প্রায় নিশ্চিতই। সংশয় আছে কেবল দুই-তিনটি জায়গা নিয়ে। যা নিয়ে জটিলতায় ভুগছে টিম ম্যানেজমেন্টও। এরই মধ্যে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দল গঠন নিয়ে বিপাকে পড়েছে বিসিবি।
প্রভাবশালী কতিপয় পরিচালকরা চান অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপ ও বিশ্বকাপ দলে নেওয়ার জন্য। বড় আসরে রিয়াদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছেন তারা। অন্যদিকে, টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়া ভিন্ন।
জানা যায়, স্কিল ক্যাম্পের জন্য কোচের দেওয়া ২০ জনের তালিকায় রিয়াদের নাম নেই। পারফরম্যান্স করার পরও কেনো রিয়াদকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল এ প্রশ্নও অনেকের।
ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসকে হাথুরুসিংহে সাফ জানিয়ে দেন, এবার ফিল্ডিংয়ের ওপর জোর দেবেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে কাঙ্ক্ষিত মানের ফিল্ডিং না পাওয়ায় রিয়াদকে বাদ দেওয়া হয়।
এশিয়া কাপকে সামনে রেখে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পে রিয়াদ থাকলেও শেষ পর্যন্ত মূল দলে অভিজ্ঞ এই ক্রিকেটারের জায়গা হয় কি না সেটিই এখন দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
এনসিএন/এসকে