অক্টোবর ১৯, ২০২৫ ২:২৮ এএম

দুই-একদিনের মধ্যে ভোজ্যতেলের দাম কমবে: বাণিজ্যসচিব

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ
বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় আগামী দুই-একদিনের মধ্যে দেশের বাজারে কমবে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।

আজ রোববার (২৬ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্ট্রিয়াল কনফারেন্স উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বাণিজ্যসচিব বলেন, ভোজ্যতেলের দামের ক্ষেত্রে আগামী দুই-একদিনের মধ্যে একটা সুখবর আসতে পারে। আশা করছি, ভোজ্যতেলের দাম কমবে। এখন সেই হিসেব-নিকেশ করা হচ্ছে। ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানালে তারপর আমরা জানাতে পারবো কত টাকা কমবে। তবে বলা যায় তেলের দাম কমবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print