বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপেরেশন (বিসিক) এর উদ্যোগে বগুড়া জেলা কার্যালয়ে ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কোর্সের উদ্বোধন হয়েছে।
রোববার বেলা ১২ টায় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালাহ উদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন জেলা বিসিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এ,কে, এম মাহফুজুর রহমান।
প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে উপ-মহাব্যবস্থাপক এ,কে, এম মাহফুজুর রহমান বলেন, সরকারি চাকরীর পেছনে না ঘুরে এই প্রশিক্ষনকে কাজে লাগিয়ে নিজে উদ্যোক্ত হয়ে অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশের উন্নয়নে অবদান রাখার আহবান জানান। দারিদ্র বিমোচন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশে বেকারত্ব দূর করতে হবে। আগামী ১০ বছরের বাংলাদেশ উন্নত বিশ্বের মধ্যে ২০টির তালিকায় পৌছে যাবার লক্ষে কাজ করতে হবে।
অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, বিসিক বগুড়ার উপ- ব্যবস্থাপক জিন্নাত আরা, বিএফইউজের নির্বাহী সদস্য আখতারুজ্জামান, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু। ৫ দিনের প্রশিক্ষনে অংশ নিচ্ছেন ১৪ জন নারী উদ্যেক্তাসহ ২৫ জন অংশ নিবেন বলে জানা যায়।