অক্টোবর ১৭, ২০২৫ ৪:৩১ পিএম

বগুড়ায় অগ্রণী ব্যাংকের পর্যালোচনা ও ব্যবস্থাপক সম্মেলন

বগুড়ায় অগ্রণী ব্যাংকের পর্যালোচনা ও ব্যবস্থাপক সম্মেলন।
বগুড়ায় অগ্রণী ব্যাংকের পর্যালোচনা ও ব্যবস্থাপক সম্মেলন। ছবিঃ সংগৃহীত

মঙ্গলবার (১ নভেম্বর) বগুড়া শহরের পর্যটন মোটেল সম্মেলন কক্ষে অগ্রণী ব্যাংক লিমিটেড, বগুড়া অঞ্চলের আয়োজনে কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত “উজ্জীবিত অগ্রযাত্রা-২০২২ এর অগ্রগতি পর্যালোচনা ও ব্যবস্থাপক সম্মেলন” অনুষ্ঠিত হয়।

বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান/উপমহাব্যবস্থাপক শাহ্জাহান মিঞা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংক এর রাজশাহী সার্কেল প্রধান ও মহাব্যবস্থাপক সামসুল হক। 

 উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী সার্কেলের সহকারি মহাব্যবস্থাপক  লোকমান হাকিম, আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সহকারী  মহাব্যবস্থাপক  নার্গিস আখতার এবং থানারোড শাখার শাখা প্রধান/সহকারী মহাব্যবস্থাপক  জুলফিকার আলী আকন্দ। 

অগ্রণী ব্যাংক বগুড়া অঞ্চলের ৩০ টি শাখার প্রধান/ব্যবস্থাপকদের নিয়ে আয়োজিত উক্ত অনুষ্টানে প্রধান অতিথি সামসুল হক বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print