অক্টোবর ১৯, ২০২৫ ৪:৪৬ এএম

বগুড়ায় বেকারী শিল্পে কাঁচামাল পণ্য বৃদ্ধির প্রতিবাদে বিশেষ সভা

বগুড়ায় বেকারী শিল্পে কাঁচামাল পণ্য বৃদ্ধির প্রতিবাদে বিশেষ সভা। ছবি: এনসিএন
বগুড়ায় বেকারী শিল্পে কাঁচামাল পণ্য বৃদ্ধির প্রতিবাদে বিশেষ সভা। ছবি: এনসিএন

বগুড়া, ১৪ মে ২০২২: শনিবার দুপুরে শহরের কাজী নজরুল ইসলাম সড়ক সংগঠন কার্যালয়ে গুড়া ব্রেড-বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির এক প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আকবরিয়া লিমিটেড চেয়ারম্যান হাসান আলী আলাল এতে সভাপতিত্ব করেন।সভায় বক্তারা বলেন , এ সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমাদের সমস্যা সমাধান করতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি থাকে না। এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠে এবং এতে সমাজে নানা অবক্ষয়ের উদ্ভব ঘটে।

পণ্যের দ্রব্যমূল্য মনিটরিং, খুচরা ও পাইকারি মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক করতে হবে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের যেমন দায়িত্ব রয়েছে অনুরুপ তেল, চিনি, ময়দা, বেকারী পণ্যের মূল্য স্বাভাবিকসহ, বিদ্যুৎ, গ্যাস, ভ্যাট ইনকাম ট্যাক্স, ব্যবসা সংশ্লিষ্ট সকল ধরনের লাইসেন্স ফি স্থিতিশীল রাখা উচিত।

এ সময় বক্তব্য রাখেন বগুড়া জেলা ব্রেড বিস্কুট এন্ড কনফেশনারী মালিক সমিতির সহ-সভাপতি বায়েজিদ শেখ, রেজাউল করিম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদ, উপদেষ্টা তপন কুমার চক্রবর্ত্তী, লিয়াকত আলী, আলী আজম, সাইদুর রহমান, মিরাজ, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী, বিপ্লবসহ অর্ধশতাধিক মালিক ও প্রতিনিধিবৃন্দ।

এনসিএন/এএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print