আগস্ট ১৬, ২০২৫ ১১:৪৭ পিএম

বাংলায় কথা বলায় ‘বাংলাদেশি’ ট্যাগ, পশ্চিমবঙ্গে কড়া প্রতিবাদ

Oplus_16777216
Oplus_16777216

গত কয়েক মাসে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বহু মানুষকে বাংলাদেশে ‘পুশইন’ করে চলেছে। এসব পুশইনের শিকারদের অধিকাংশই বাংলাভাষী মুসলিম। এর ফলে বাংলাদেশ এবং ভারত সরকারের সম্পর্কও শীতল হয়ে উঠেছে। বিশেষ করে, পুশইনের বিষয়ে বাংলা ভাষাভাষীদের টার্গেট করা হয়েছে যা ভারতীয় রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে।

সম্প্রতি ভারতের হরিয়ানা, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু এবং রাজধানী দিল্লিতেও বাংলা ভাষাভাষীদের ‘বাংলাদেশি’ বলে অপমান করার ঘটনা সামনে এসেছে। সম্প্রতি দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশের জাতীয় ভাষা’ বলে উল্লেখ করায় ভারতের পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এমনকি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়াও বিতর্কিত মন্তব্য করেছেন, ‘বাংলা নামে কোনো ভাষা নেই।’

এবার বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছে ভারতীয় ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল এফসির সমর্থকরা। বুধবার ডুরান্ড কাপে নামধারী এফসির বিপক্ষে মাঠে নেমেছিল ইস্ট বেঙ্গল। তবে এই ম্যাচে মাঠের পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় আসে গ্যালারিতে দর্শকদের প্রতিবাদ। ভাষার মর্যাদা রক্ষায় গর্জে উঠেছেন ইস্ট বেঙ্গল সমর্থকেরা। গ্যালারিতে তারা প্রদর্শন করেন বিশাল এক পোস্টার। যেখানে লেখা ছিল, ‘ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি! মায়ের ভাষায় কথা বলছি দেখে আজকে বাংলাদেশি?’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print