অক্টোবর ১৮, ২০২৫ ৮:২৯ পিএম

মীর শাহে আলমকে রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জেতাতে চায় বিএনপি : অ্যাড. ওহাব

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব বলেছেন, আমাদের নেতা মীর শাহে আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী। এ আসনে তাঁকে শুধু জিতলে চলবে না, তাকে রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জেতাতে হবে। এজন্য সবাইকে আজ থেকেই আপ্রাণ পরিশ্রম করতে হবে। আমরা ঐক্যবদ্ধ আছি, ইনশাআল্লাহ ভূমিধ্বস বিজয় আমাদের হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা এ আসনটি রেকর্ড বিজয়ের মাধ্যমে উপহার দিতে চাই।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার আটমূল ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল ও সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন।

সভায় বক্তারা বলেন, শিবগঞ্জে বিএনপির কান্ডারী মীর শাহে আলমের নেতৃত্বেই আন্দোলন-সংগ্রামে সংগঠন আজ ঐক্যবদ্ধ ও শক্তিশালী অবস্থানে রয়েছে।

তারা আশা প্রকাশ করেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শিবগঞ্জ একটি রোল মডেল হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম কাজল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসকুরুল আলম সাদ্দাম, যুবদল নেতা রানা, বাবর আলী, আব্দুস সবুর, স্বেচ্ছাসেবক দল নেতা তহিদুল ইসলাম, জেলহক, হযরত আলী ও ওমর ফারুকসহ বিএনপি ও অঙ্গসহযোগী নেতাকর্মীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print