অক্টোবর ১৯, ২০২৫ ২:২১ এএম

রাত ৮টায় মার্কেট বন্ধের বিষয়ে বৈঠক আজ

রাত ৮টায় মার্কেট বন্ধের বিষয়ে বৈঠক আজ
রাত ৮টায় মার্কেট বন্ধের বিষয়ে বৈঠক আজ। ছবি: এনসিএন

সারাদেশের দোকান, শপিংমল, মার্কেট, বিপনী বিতান ও কাঁচা বাজার রাত ৮টার মধ্যে বন্ধ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সেই নির্দেশনা বাস্তবায়নে রোববার (১৯ জুন) বিকেল ৪টায় সচিবালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এ সভায় উপস্থিত থাকবেন সংশ্লিষ্টরা।

গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানীর অব্যাহত মূল্য বৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের নিমিত্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী সানুগ্রহ নির্দেশনা প্রদান করেছেন।

এ লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪ ধারার বিধান কঠোরভাবে প্রতিপালন পূর্বক সারাদেশে রাত আটটার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপনী বিতান, কাঁচা বাজার ইত্যাদি খোলা না রাখার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ঢাকা সিটি করপোরেশন উত্তর/দক্ষিণ, এফবিসিসিআই, এমপ্লোয়ার্স ফেডারেশন, এমসিসিআই, বিকেএমইএ, বিজিএমইএ, বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা চেম্বারসহ সকল ব্যবসায়ী মালিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠক করবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print