অক্টোবর ১৯, ২০২৫ ৪:৪৫ এএম

রুপালী ব্যাংকের মহাস্থান শাখার শুভ উদ্বোধন

রুপালী ব্যাংকের মহাস্থান শাখার শুভ উদ্বোধন
রুপালী ব্যাংকের মহাস্থান শাখার শুভ উদ্বোধন। ছবি: এনসিএন

রোববার (২৬ জুন) সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার রুপালী ব্যাংক মহাস্থান শাখার আজাদ ম্যানসনে নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

পুন্ড্রবর্ধন নগরী হিসেবে খ্যাত বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগরী ঐতিহাসিক মহাস্থান গড়। এ অঞ্চলের মানুষের যুগোপযোগী ও আধুনিক ব্যাংকিং সুযোগ সুবিধা এবং উন্নত কর্ম পরিবেশের মাধ্যমে ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে রুপালী ব্যাংক লিমিটেড মহাস্থান শাখা শিবগঞ্জ সড়কের আজাদ ম্যানসনে স্থানান্তর করে শুভ উদ্বোধন করা হয়।

উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার বগুড়ার প্রকাশ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ব্যাংকটির ব্যপস্থপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

এদিন রুপালী ব্যাংক মহাস্থান শাখার ম্যানেজার আহসানুল কবির (পিও) এর সার্বিক ব্যবস্থাপনায় ও জোনাল অফিসার আশা বিশ্বাসের পরিচালনায় অন্যানের মাধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, ফজলুর হক বাবলু,বিশিষ্ট ব্যবসায়ী ও ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, আমিনুল ইসলাম,আশরাফ আলী, আঃ রউফ, ডাঃ রেজাউল করিম, পলাশ , জোনাল অফিসের আল আমিন (এস পিও), সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম। ( এসপিও), শাফিউল বারী( এসও), মহাস্থান শাখার অফিসার আজাদ হোসেন (এসও), জাহিদ সুলতান ( পিও), আবু বক্কর সিদ্দিক, শাহানুর আলম, গোলাম হায়দার প্রমূখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print