অক্টোবর ১৯, ২০২৫ ৬:০৮ পিএম

সরকারি আজিজুল হক কলেজে শিক্ষর্থীদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন ছাত্রদলের

Oplus_16908288
Oplus_16908288

সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের জন্য ৪টি ভবনে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষাথীদের বিশুদ্ধ পানি সরবরাহের সমস্যা ছিল। বিশুদ্ধ পানির জন্য কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ ক্যাম্পাসে বিশুদ্ধ পানির সুব্যবস্থা লক্ষ্যে পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের স্থাপিত পানির ফিল্টারের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি লুৎফর রহমান উপস্থিত ছিলেন। এতে উপস্তিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর, উপাধ্যক্ষ প্রফেসর ওয়াহেদ সরকার, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, কলেজ ছাত্রদলের আহবায়ক রজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব রাফিউল আল আমিন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা ছাত্রদলের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সমস্যার সমাধানে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারি আজিজুল হক কলেজে বিভিন্ন সময়ে বিশুদ্ধ পানি সরবরাহের সমস্যা তৈরি হওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে ভুগছিলেন। ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিশুদ্ধ পানির সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print