অক্টোবর ১৮, ২০২৫ ৬:৫৫ এএম

১৬ বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়ায়

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আমেজ ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। প্রায় ১৬ বছর পর এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বয়সভিত্তিক ম্যাচ। আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিসিবি প্রকাশ করেছে সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের দুই ভেন্যুতে—বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।

সূচি অনুযায়ী, আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল ২০ অক্টোবর ঢাকায় পৌঁছে সেদিনই বগুড়ায় যাবে। প্রথম দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ ও ৩১ অক্টোবর শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে যথাক্রমে ৩, ৬ ও ৯ নভেম্বর। সিরিজ শেষে ১০ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে অতিথি আফগান দল।

২০০৯ সালের ২০ নভেম্বর এই ভেন্যুতেই সর্বশেষ আন্তর্জাতিক বয়সভিত্তিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে এনামুল হক বিজয়, মুমিনুল হক ও সাব্বির রহমানদের নিয়ে গড়া বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯ দলের। এরপর ২০১০ সালের মে মাসে সর্বশেষ কোনো বিদেশি দল খেলেছিল বগুড়ায়—বিসিবি একাডেমি ও দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের মধ্যকার দুটি ৫০ ওভারের ম্যাচে।

এবারের সফর দিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল। তারা প্রথমবার বাংলাদেশে এসেছিল ২০১৬ সালে যুব বিশ্বকাপ খেলতে। এরপর ২০১৭ ও ২০২১ সালে দুটি দ্বিপক্ষীয় সিরিজ এবং ২০১৮ সালে যুব এশিয়া কাপে অংশ নিয়েছিল দলটি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print