অক্টোবর ১৬, ২০২৫ ১:৫৯ এএম

হলুদে হলুদে ছেয়ে গেছে মাঠ-প্রান্তর

বগুড়ায় সরিষার বাম্পার ফলনের আশা কৃষদের

বগুড়ায় সরিষার বাম্পার ফলনের আশা কৃষদের
বগুড়ায় সরিষার বাম্পার ফলনের আশা কৃষদের। ছবি: এনসিএন

উত্তরের জনপদ বগুড়ার মাঠ-প্রান্তর হলুদে হলুদে ছেয়ে গেছে। যতদূর খালি চোখ যায় ততদূরই যেন এই হলুদের শেষ নেই। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলনের আশা বগুড়ার কৃষকদের।

গত বছর উন্নত জাতের সরিষা চাষ করে লাভবান হওয়ায় এবারও ফসলটি চাষে আগ্রহী হয়েছেন বগুড়ার শাজাহানুপরের সুজাবাদ গ্রামের চাষীরা। প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমেও বেশ লাভবান হবেন বলে মনে করছেন এই অঞ্চলের কৃষকেরা।

বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় এবার সরিষার লক্ষ্যমাত্রা ছিল ৩১ হাজার ৫০০ হেক্টর জমিতে ৫১ হাজার ৫৮৩ মেট্রিক টন শস্য। তবে আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ বছর ১০ হাজার হেক্টর বেশি জমিতে সরিষার চাষ হয়েছে।

আরও পড়ুন: বগুড়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা চাষ

এদিকে অধিক লাভবান হতে অধিকাংশ কৃষকেরা উচ্চফলনশীল বারি-১৪, ১৫ ও ১৬, টরি-৭ এবং শ্বেতী জাতের সরিষা চাষ করেছেন। সঠিক সময়ে সরিষা সংগ্রহ করা গেলে গেল বছরের লক্ষ্যমাত্রা অতিক্রম হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

বগুড়ায় সরিষার বাম্পার ফলনের আশা কৃষদের

স্বল্প খরচ ও অল্প সময়ে অধিক লাভবান হওয়ায় সরিষা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা।

বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ গ্রামের আব্দুস সালাম এক বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। তিনি জানালেন, আমি বছরের বেশিরভাগ সময়েই ধান চাষ করতাম। তবে আমন ও ইরির মধ্যবর্তী সময়ে এবার সরিষা চাষ করেছি। ভালো মানের বীজ সংগ্রহ করেছিলাম। এতে ফসলের মানও ভালোই দেখছি। চলতি বছরে সরিষা চাষ করে লাভবান হলে আগামীতে আবারও এই শস্য রোপন করতে চাই।

সরিষা চাষে অধিক লাভবান হওয়ায় এবারও শস্যটি রোপন করেছেন শহরের নারুলী এলাকার সোবাহান শেখ। প্রায় ২২ শতক জমিতে সরিষার আবাদ করেছেন তিনি।

সোবাহান শেখ বলেন, গতবছরও সরিষার চাষ করেছিলাম। সেবার ভালো দাম পেয়েছি। এজন্য চলতি বছরেও সরিষার আবাদ করেছি। আবহাওয়া ঠিক থাকলে এবার আরও বেশি দাম পাওয়ার আশা করছেন এই কৃষক।

এ ব্যাপারে বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাঃ মশিদুল হক বলেন, সরিষা চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে নানা ধরনের সহযোগীতা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। ফলে গেল বছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চলতি মৌসুমে ১০ হাজার হেক্টর বেশি জমিতে সরিষার চাষ হয়েছে। বগুড়াতে বারি-১৪, ১৫ ও ১৬, টরি-৭ এবং শ্বেতী জাতের সরিষা চাষ হয়েছে। এসব উচ্চফলনশীল জাত। প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এবারও কৃষকেরা ভালো দাম পাবেন।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print