বিএনপি‘র ডাকা অবরোধে সাড়া মেলেনি বগুড়াতে। ঢাকা- বগুড়া মহাসড়কে ছিল যাত্রীবাহী, পন্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান প্রাইভেট কার ও ছোট-বড় মোটর যানের লম্বা সারি।। মহাসড়কে ছিলনা পিকেটারদের উপস্থিতি। যানাবাহ চলা চল করেছে নির্বিঘ্নে।
মহাসড়ক জুড়ে ছিল আইন শৃখলা বাহিনীর সতর্ক অবস্থান।
শহরের মধ্যে ছিল তীব্র যানজট। বিএনপি অফিস গত ২৮ অক্টোবর থেকে তালা বদ্ধ অবস্থায় দেখা গেছে।
বুধবার ভোড়ে জেলার কয়েকটি ঝটিকা মিছিল বের হলেও দ্রুত শেষ করেছে অবরোধকারীরা। বগুড়ার পৌর মেয়র ও জেলা বিএনপির সভাপতি অফিস রুমে এখনও তালা বদ্ধ অবস্থায় আছে।