অক্টোবর ১, ২০২৫ ৮:৫৩ পিএম

এশিয়া কাপ অনিশ্চিত লিটনের, চোট গুরুতর নয় মুশফিক-শরিফুলের

এশিয়া কাপ অনিশ্চিত লিটনের, চোট গুরুতর নয় মুশফিক-শরিফুলের
এশিয়া কাপ অনিশ্চিত লিটনের, চোট গুরুতর নয় মুশফিক-শরিফুলের। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে প্রথম ওয়ানডেতে হেরে কোণঠাসা বাংলাদেশ দল। এর ওপর দলের তিন ক্রিকেটার চোটের শিকার হয়েছেন। লিটন দাস এই চোটের কারণে মাঠের বাইরে ছিটকে পড়লেও মুশফিকুর রহিম ও শরিফুল ইসলামের চোট নিয়ে অবশ্য তেমন শঙ্কা নেই। 

ম্যাচ শেষে বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, লিটনের সেরে উঠতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে। সেক্ষেত্রে এশিয়া কাপের শুরুর অংশে মাঠে নামা না-ও হতে পারে দারুণ ফর্মে থাকা এই ওপেনারের।

সানি বলেন, ‘আজ ওপেনার লিটন দাস ব্যাটিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে আঘাত পান। ম্যাচ চলাকালে আমরা তাকে স্ক্যান করতে পাঠাই। স্ক্যান রিপোর্ট অনুযায়ী গ্রেড ২ মাসল স্ট্রেইন। এ ধরনের ইঞ্জুরি সেরে ওঠার জন্য মোটামুটি ৩ থেকে ৪ সপ্তাহ লেগে যায়। তাই এই সিরিজে আমরা লিটনকে আর পাচ্ছি না।’

ব্যাটিংয়ের সময় চোট পেয়েছেন মুশফিকও। তবে সানি জানিয়েছেন, তাকে পরের ম্যাচেই পাওয়া যাবে, ‘ব্যাটিংয়ের সময় মুশফিক ভাইও বৃদ্ধাঙ্গুলিতে আঘাতপ্রাপ্ত হন। তবে এটা খুব বড় কিছু মনে হচ্ছে না। আশা করি পরের ম্যাচে তাকে পাব।’

চোটের কারণে এই ম্যাচে বোলিং কোটা পূর্ণ করতে পারেননি পেসার শরিফুল। আপাতদৃষ্টিতে গুরুতর মনে হলেও ফিজিও জানালেন, শরিফুলের চোটকে গুরুতর মনে হচ্ছে না।

সানি বলেন, ‘শরিফুল তাৎক্ষনিক আঘাতের কারণে কিছুটা অবশ অনুভব করছিল। আশা করি কালকের মধ্যেই ভালো কোনো খবর দিতে পারব।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print