মে ২০, ২০২৪ ৩:০৫ এএম

কাঁচা মরিচের দাম কেন বেড়েছে তা কৃষি মন্ত্রণালয় ভাল বলতে পারবে : বগুড়ায় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী

বগুড়ায় রোটালী ক্লাবের এক বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেয়ার পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী বলেছেন, ‘কাঁচা মরিচ কৃষিজাত পণ্য। তাই এর দাম কেন বেড়েছে তা কৃষি মন্ত্রণালয় ভাল বলতে পারবে। এটা আমাদের জানার কথা না। তবে এটুকু বলতে পারি সরকার কাঁচা মরিচ আমদানি করার অনুমতি দিয়েছে। কয়েকদিনের মধ্যে কাঁচা মরিচ আমদানী হলে দাম স্বাভাবিক পর্যায়ে আসবে।’

শনিবার বিকাল সাড়ে চারটায় নতুন রোটারী বর্ষ উপলক্ষ্যে র‍্যালীর পূর্বে মন্ত্রী সাংবাদিকদের এ কথা  বলেন।

 মন্ত্রী বলেন, ‘কাঁচা মরিচের দাম কেন বাড়লো, প্রডাকশন কি তা কৃষি মন্ত্রণালয় ভাল জানে।  ৫শ‘ টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। এতে জনগন অস্বস্তিতে আছে এটা কৃষি মন্ত্রানালয় উত্তর দিবেন।’

কোরবানির চামড়ার দামের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘চামড়ায় বার বার বলেছি লবণ দিতে। কিন্তু তারা লবণ না দেয়ার কারণে চামড়ার দাম পায়নি এবং নষ্ট হয়েছে। যদি তারা লবণ দিত তাহলে ভাল দাম পেত।’

চামড়া সিন্ডিকেট চামড়া নিয়ে কোন সমস্যা করছে কিনা সে ব্যাপারে মন্ত্রী বলেন, দেশে সিন্ডিকেট বলে কিছু নেই। আমরা মনে করি যে সকল পণ্য আমদানি করতে হয় সেসব পণ্য ব্যবসায়ীরা হোল্ড করে রাখে। তখন আমরা চেষ্টা করি ভোক্তা অধিকার দিয়ে নিয়ন্ত্রণ করতে। এছাড়া কিছু পণ্যের দাম বাইরের দেশে বাড়লেও আমাদের দেশে বাড়ে।’

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print