আগস্ট ১০, ২০২৫ ৩:৪৫ পিএম

প্রায় সাড়ে ৩ বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত দু’দেশ

Oplus_16777216
Oplus_16777216

১২শ’ ৬৩তম দিনে পৌঁছেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত দু’দেশের বহু বসতি এলাকা। রাশিয়ার দক্ষিনের সাতারভ অঞ্চলের আবাসিক এলাকায় ইউক্রেনের হামলায় একজন নিহতসহ গুরুতর আহত হয়েছে বহু মানুষ। ড্রোনের আঘাতে আগুন লেগে ধ্বংস হয়ে গেছে একটি শিল্প কারখানা।

অন্যদিকে, ইউক্রেনের খেরসন অঞ্চলে অন্তত ৩৬টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় ১৯ জন আহতসহ প্রাণ হারিয়েছে কমপক্ষে দুই ইউক্রেনীয় নাগরিক।

এদিকে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আরও একটি গ্রামের দখল নেয়ার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি কিয়েভের অন্তত ২২৪ টি দাবি ড্রোন ভূপাতিত করার দাবি মস্কোর।

উল্লেখ্য, আসন্ন ট্রাম্প-পুতিন বৈঠকের জেরে রাশিয়ার সাথে কোনোরকম চুক্তিতে যেতে অসম্মতি প্রকাশ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print